জগদ্ধাত্রী পুজোতে মাতোয়ারা চন্দননগর ও কৃষ্ণনগর।

 



খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদন :- মহানবমীতে জগদ্ধাত্রী পুজোতে মাতোয়ারা হুগলির চন্দননগর। মনোরম প্যান্ডেল আর বিশ্ববিখ্যাত আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা চন্দননগর। অষ্টমীর মতো মঙ্গলবার নবমীতে তিল ধারণের জায়গা নেই বাগবাজার, তেতুলতলা, খলিসানির পুজোতে। ভিড় সামলাতে শহরের বিভিন্ন একাধিক রাস্তায় নো-এন্ট্রি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।এই বিধিনিষেধ থাকবে দ্বাদশীর সকাল পর্যন্ত । আড়াই হাজারেরও বেশি পুলিশকর্মী, ৩ হাজার স্বেচ্ছাসেবকের পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এই চন্দননগরকে। অন্যদিকে, নদিয়ার কৃষ্ণনগরের বুড়ি মার পুজোর উপলক্ষে প্রচুর জনসমাগম হয়েছে। বুড়ি মাকে একবার দর্শনের জন্য বহুক্ষণ ধরে লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন দর্শনার্থীরা। চন্দননগরের মতো কৃষ্ণনগরেও ভিড় সামলাতে শহরের বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকের পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে নদীয়ার কৃষ্ণনগরকে।

#khobordinbhor #jagadhatripuja #chandannagar #Krishnanagar #NewsUpdate #WestBengal #BengaliNews #today #jagadhatripuja2023

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*