বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে ও বাংলাদেশের কাস্টমস অফিসার কর্মকর্তাদের
*বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে ভারত ও বাংলাদেশের কাস্টমস অফিসার কর্মকর্তাদের বৈঠক*
খবর দিনভোর, বিনয় প্রকাশ, কোচবিহার:বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে সম্প্রতি চাঙ্গারাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত ও বাংলাদেশের কাস্টমস অফিসের কর্মকর্তারা বৈঠক করেন। মূলত রাত ৮টা পর্যন্ত সীমান্ত খোলা রাখার বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। বাণিজ্যের জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার কথা বলা হলেও বাংলাদেশ সম্মতি জানায়নি। এ কারণে রাতে সীমান্ত খোলা রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ নিয়ে বিএসএফও কথা বলেছে। নাইট ট্রেডিং ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি। ব্যবসা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। দুই দেশের স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর এখন এ দিকেই নজর ব্যবসায়ী ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের। বার্তা। চ্যাঙ্গারাবান্ধায় সীমা সমাচারের সম্পাদক সন্তোষ শর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএফ উত্তরবঙ্গের আইজি সূর্য একথা বলেন। কান্ত শর্মা? শুনুন।
দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহতা, ১৫১ ব্যাটালিয়নের সিও অজয় কুমার প্রমুখ।
Comments
Post a Comment