ফুটবল রাজপুত্রর মৃত্যুবার্ষিকী সশ্রদ্ধ প্রণাম
*ফুটবল রাজপুত্রর মৃত্যুবার্ষিকী সশ্রদ্ধ প্রণাম*
খবর দিনভোর,সজল দাশগুপ্ত:আজ ফুটবলের রাজপুত্র মারদোনার মৃত্যু বার্ষিকী। মারাদোনার মৃত্যু নেই, তিনি সদা সর্বদা অমর হয়ে রয়েছেন ফুটবল অনুরাগীদের মধ্যে। "তার আসন চিরকাল সকল ফুটবল অনুরাগীদের হৃদয়ের অন্তঃস্থলে থাকবে"।
সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ফুটবলারের অধিনায়কত্বে আর্জেন্টিনা ১৯৮৬ এর ফুটবল বিশ্বকাপ জেতে। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তিনি তার বিখ্যাত 'হাত দিয়ে সেই গোলের জন্য। আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটি 'হ্যান্ড অফ গড' নামে পরিচিত তার গোল । মারাডোনাকে বিগত ৫০ বছরে বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম একজন বলে গণ্য করা হয়।
তিনি বার্সেলোনা এবং নাপোলির মতো ক্লাবেও তার ফুটবলের জাদু দেখিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে মোট ৯১টি ম্যাচে তিনি ৩৪টি গোল করেন। মোট চারটি বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার হয়ে খেলেন।
১৯৯০ সালে আর্জেন্টিনা যখন ফাইনালে উঠেছিল তখন দলকে নেতৃত্ব দেন । ইতালিতে ওই খেলায় তাদের হারিয়ে দেয় পশ্চিম জার্মানি। ১৯৯৪ সালে তিনি আবারও আমেরিকায় আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু অবৈধ মাদক পরীক্ষায় ফেল হওয়ার পরে তাকে আর্জেন্টিনা ফিরে যেতে হয়।
তার জীবনের পরের দিকে কোকেন আসক্তি নিয়ে সমস্যা এবং ১৯৯১ সালে তার শরীরের মাদকের উপস্থিতি ধরা পড়বার পড়ে তাকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়।
তার ৩৭তম জন্মদিনে ১৯৯৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহন করেছিলেন। সেসময় তিনি আর্জেন্টিনার বড় দল বোকা জুনিয়ার্সে খেলতেন।
ম্যারাডোনা ২০০৮ সালে জাতীয় দলের কোচ নিযুক্ত হয়েছিলেন, ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায়, এরপরে তিনি কোচের পদ থেকে অবসর গ্রহন করেন।
Comments
Post a Comment