*পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগের পোস্টার তারকেশ্বরে!*
*পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগের পোস্টার তারকেশ্বরে!*
খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি: তারকেশ্বরের পিয়াসারা এলাকায় গতকালের অশান্তি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পোস্টার।
পোস্টারে লেখা, 'কেন শ্রান্ত পিয়াসারাকে হয়রানি করা হচ্ছে, পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে।' 'স্বামীর কাছ থেকে কোটি টাকা খেয়ে বেআইনি কাজকে সমর্থনকারী পুলিশ তারকেশ্বর থেকে দূরে থাকুক'
উল্লেখ্য, গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতা সাইদুল মোল্লাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। সাইদুলের বিরুদ্ধে অভিযোগের জবাবে তৃণমূল বিধায়কের কার্যালয় ভাঙচুর করা হয় এবং তৃণমূলের এক কর্মীকে গুলি করে হ*ত্যা করা হয় সাধারণ মানুষ যারা সাইদুলকে মারধর করে। গতকালের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থানার পুলিশ।
স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান শেখ মনিরুল ইসলামের দাবি, পুলিশ এলাকায় অশান্তি তৈরি করছে। তাই সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে পোস্টার দিয়েছে।
গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তৃণমূলের একটি দল কোটিপতিদের সরকারি জায়গা দেখানোর চেষ্টা করছে। সাইদুল নামে একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রতিবাদ করলে তাকে হ*ত্যার জন্য গতকাল তার ওপর হামলা করা হয়।
Comments
Post a Comment