অবৈধ তেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী*
*অবৈধ তেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দঙ্গল বাহিনী*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি মালদা:মঙ্গলবার দুপুর নাগাদ পুরাতন মালদহের ৮মাইলের চেঁচু মোড়এলাকায় একটি অবৈধ তেল কারখানায় আগুন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দমকল বাহিনী সহ মালদা থানার পুলিশ ও পুরাতন মালদা ব্লকে বিডিও।দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় তারা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে তদারকিতে ছিলেন মালদহ থানার আইসি হীরক বিশ্বাস,পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি সহ অন্যান্যরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ওই জায়গায় দৈনিক অবৈধ তেল কাটিং হত।এর সঙ্গে অনেকেই যুক্ত অবৈধ তেলের কারবারে অনেকে জড়িত রয়েছে প্রশাসনের কাছে দাবি অবৈধ ব্যবসা বন্ধ করা হোক আজ বরসা দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা।এলাকাবাসী আরো জানান, এদিন আচমকা আগুন লেগে যায়।এনিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।পুরাতন মালদা ব্লকের বিডিও জানান-কিভাবে আগুন লাগল বিষয়টি খতিয়ে দেখা হবে অবৈধভাবে তেল বিক্রি হচ্ছে সেই সব খতিয়ে দেখা হবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Comments
Post a Comment