জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃ*ত্যু চার শ্রমিকের


 জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃ*ত্যু চার শ্রমিকের

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, গুরাপ: গুরাপ থানার কংসাইপুর মোর জাতীয় সড়কে ১৬ চাকা লরির ধাক্কায় মৃ*ত্যু হলো চার শ্রমীকের। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন‍্য নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃ*ত বলে ঘোষনা করে চারজনকে।

গুরাপ থানার কংসাইপুর মোর জাতীয় সড়কে ১৬ চাকা লরির ধাক্কায় বুধবার মৃ*ত্যু হল রাজমিস্ত্রির কাজের চার শ্রমিকের।তরিঘরি তাদের উদ্ধার করে এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে আসা হলে তাদেরকে মৃ*ত বলে ঘোষনা করে চিকিৎসক।এদিন মৃ*তদেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।  মৃ*ত ওই চারজনের নাম        জীবনদীপ বাউল দাস বয়স ২৫, মঙ্গলদীপ বাউল দাস বয়স ২৮, বিশ্বজিৎ রায় বয়স ৩৮, দিবাকর সিং বয়স,২১বছর। তাদের বাড়ি জামালপুর থানা ও গুড়াপ থানার শিয়াপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকাল ছটা নাগাদ ভটভটি ভ্যানে করে রাজমিস্ত্রির ঢালাইয়ের কাজে খানপুর যাচ্ছিল। ৬ টা ৩০ মিনিট নাগাদ জাতীয় সড়ক কংসাইপুর মোড়ে ১৬ চাকা লরির ধাক্কায় ঘটনাস্থলেই ওই চারজন গুরুতর জখম হয়। স্থানীয় মানুষজন ও গুড়াপ থানার পুলিশ অ্যাম্বুলেন্সে করে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই চারজন শ্রমিককে মৃ*ত বলে ঘোষণা করে ও মৃ*তদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বুধবার দুপুর দুটোই মৃ*তদেহের ময়না তদন্ত হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*