জলে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে আত্মীয় পরিজনরা*
*জলে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে আত্মীয় পরিজনরা*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ২৪ঘন্টা পরেও পাণ্ডবেশ্বর ও বীরভূমের ভীমগড় সংলগ্ন অজয় নদে তলিয়ে যাওয়া বছর ১৪ র কিশোরের খোঁজ না মেলায় ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলো কিশোরের আত্মীয় পরিজনরা। ব্যাপক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর ও খয়রাশোল থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে বীরভূমের খয়রাশোল ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সোমবার কার্তিক পূর্ণিমার সকালে অন্ডালের উখড়ার একই পরিবারের তিন জন পাণ্ডবেশ্বরের অজয় নদের জলে স্নান করতে নেমেছিল। তখনই মৃদুল বার্নওয়াল নামের বছর চোদ্দোর কিশোর অজয়ের জলে তলিয়ে যায়। ওই কিশোরের উদ্ধারের জন্য অজয়ের জলে স্পিডবোট ডুবুরি তল্লাশি শুরু করে। মঙ্গলবার সকাল থেকে ফেরত শুরু হয় অজয়ের জলে তল্লাশি। বেলা বারোটা পর্যন্ত খোঁজ না মেলায় কিশোরের আত্মীয় পরিজন এবং পাড়া-প্রতিবেশীরা বীরভূম থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। নিখোঁজ কিশোরের বাবা দাবি তোলেন দ্রুত তার ছেলেকে উদ্ধার করা হোক। এই অবরোধের জেরে ব্যাহত হয় ১৪ নম্বর রাজ্য সড়কে যান চলাচল। পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পাণ্ডবেশ্বর ও খয়রাশোল থানার পুলিশ।
Comments
Post a Comment