বধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্তে পুলিশ
*বধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্তে পুলিশ*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, পুকুরিয়া গ্রামের ঘটনা, স্থানীয়রা জানাচ্ছেন ২২ বছরের গৃহবধূ আরিফা খাতুন তাকে প্রথমে দেখতে পেয়ে হাড়োয়া থানায় খবর দেয়, পুলিশ এসে ঝু*লন্ত অবস্থায় নিথর দেহ উদ্ধার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন, ইতিমধ্যে স্বামী আলমগীর মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় স্বামী আলমগীর মোল্লা পেশায় ভ্যান চালক তাদের দুই সন্তান রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার উস্তি এলাকার বাসিন্দা আরিফা খাতুন এর সঙ্গে বিবাহ হয়েছিল আনুমানিক বছর চারেক আগে, বিয়ের পর তাদের দুই সন্তান হয় তারপর হঠাৎই ছন্দপতন অর্থাৎ মৃ*ত্যুর কোলে ঢলে পড়লেন ওই গৃহবধূ, ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, পাশাপাশি একটি অস্বাভাবিক মৃ*ত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে কি আ*ত্মহত্যা করলেন ওই বধূ নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, জানতে ঘটনার দিকে নজর রেখেছেন তদন্তকারীরা। অন্যদিকে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃ*ত্যুর আসল কারণ। বধূর অকাল মৃ*ত্যুতে বধুর পরিবারের পাশাপাশি পুকুরিয়া গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। এই প্রসঙ্গে হাড়োয়ার মানবাধিকার কর্মী শেখ নান্নু মিয়া বলেন, প্রতিটি মৃ*ত্যু দুঃখের সমাজের প্রতি সচেতনতার বার্তা দিয়ে এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তিনি বলেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং নিরপেক্ষ তদন্ত করে যদি কোন ব্যক্তি দোষী হয় তাকে শাস্তির আওতায় আনা হোক অর্থাৎ নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মানব অধিকার কর্মী।
Comments
Post a Comment