কলকাতার ধর্মতলায় 'শাহী' সভা*


 *কলকাতার ধর্মতলায় 'শাহী' সভা* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:২০১৪এর ৩০শে নভেম্বরের পর প্রায় ৯ বছর বাদে ২০২৩দ এর ২৯ শে নভেম্বর ভিক্টোরিয়া হাউজ এর সামনে বিজেপির কলকাতা চলে অভিযানের মেগা জনসভা। যে জায়গায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ফি বছর ঠিক একই জায়গায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি ভোকাল টনিক দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 66 ফুট লম্বা 44 ফুট চওড়া ও 14 ফুট উঁচু মঞ্চের সামনের সারিতে থাকবেন অমিত শাহ সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা, মাঝখানে থাকবেন বিজেপির সংসদ বিধায়করা এবং সর্বশেষ স্তরে থাকবেন রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চা ও জেলা নেতৃত্বরা। মঞ্চ সংলগ্ন জায়গায় থাকবেন বঞ্চিত বঙ্গবাসী। 

ডাল ভাত সবজি চাটনি- মেনু। শিয়ালদহে খাওয়ানো হচ্ছে বিজেপি কর্মীদের।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম