*শরৎচন্দ্রের জন্মবার্ষিকীতে পর্যটন গন্তব্য তৈরি ঘোষণা মুখ্যমন্ত্রীর*


 শরৎচন্দ্রের জন্মবার্ষিকীতে পর্যটন গন্তব্য তৈরি ঘোষণা মুখ্যমন্ত্রীর*

খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:রাজ্য পর্যটন বিভাগ 2023 সালে 19 সেপ্টেম্বর শরৎচন্দ্রের 108 তম জন্মবার্ষিকীতে একটি পর্যটন গন্তব্য তৈরি করার ঘোষণা করেছিল। পার্ক স্ট্রিটে আয়োজিত বড়দিনের উৎসব অনুষ্ঠানের কার্যত উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত দেবদাস, পরিণীতার মতো অগণিত বিখ্যাত উপন্যাসের অমর সৃষ্টি শরৎচন্দ্রের জন্মস্থানকে বিশ্বের কাছে তুলে ধরবে। ব্যান্ডেল স্টেশন থেকে অল্প দূরে দেবানন্দপুর। বাংলা সাহিত্যের এই নক্ষত্রের জন্ম ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর ওই গ্রামে। লেখকের জন্মস্থান ও গ্রাম ছিল অবহেলিত। শরৎচন্দ্রের বাড়ি সংস্কার করা হয়, তাঁর নামে একটি জাদুঘর, একটি সেমিনার হল, একটি স্কুল ছাড়া আর কিছুই নির্মিত হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি, হুগলির দেবানন্দপুরকে হাওড়ার সামতাবেদোরের মতো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। এতদিন পর সেই দাবি পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী 1 কোটি 10 ​​লক্ষ টাকা দিয়ে দেবানন্দপুর পর্যটন কেন্দ্র নির্মাণের ঘোষণা করেছেনরাজ্য পর্যটন দফতরের উদ্যোগে শরৎচন্দ্রের জন্মস্থান দেবানন্দপুরে একটি রেস্ট হাউস তৈরি করা হবে। পরী পণ্ডিতের স্কুল সংস্কার করা হবে। এছাড়াও জাদুঘরটি সংস্কার করা হবে। দেবানন্দপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, জেলা ম্যাজিস্ট্রেট মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, অরিন্দম গুইন, ডিসিপি ইশানি পাল এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম