*প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ নিতে চলেছে ৯ লক্ষ ৫৪ হাজার চাকরিপ্রার্থী*


 *প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ নিতে চলেছে ৯ লক্ষ ৫৪ হাজার চাকরিপ্রার্থী*

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আজ প্রাথমিক টেট। রাজ্যজুড়ে মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। এই নিয়ে পরপর দু’বছর টেট হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে। এদিন রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে প্রাথমিক টেট। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢুকতে পারবেন তাঁরা। চেতলা গার্লস, বাগবাজার মাল্টিপারপাস, শিয়ালদহ টাকি বয়েজ, যাদবপুর বিদ্যাপীঠ, দমদমের কুমার আশুতোষ ইন্সটিটিউশন-কলকাতার এই পাঁচটি পরীক্ষাকেন্দ্রে টেটে অংশগ্রহণ করার কথা প্রায় ২২০০ পরীক্ষার্থীর। এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই টেট হবে।কিন্তু, নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি। তবে আইনি জট কেটে নিয়োগ হবে বলেই আশাবাদী পরীক্ষার্থীরা।

যাদবপুর বিদ্যা পাঠ স্কুলে টেট পরীক্ষা । সকাল থেকেই স্কুল  নিরাপত্তা পুলিশের। টেট পরীক্ষা আরম্ভ হবে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত। আজ সকাল থেকে ই স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে টেট পরীক্ষা দিতে যাদবপুর বিদ্যা পাঠ স্কুলের সামনে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*