*ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু*


 *ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার:আবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃ*ত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। কাজ শেষ করে ফেরার  পথে দুর্ঘটনায় মৃ*ত্যু হয়। তার নিথর দেহ ফিরে এলো বাড়িতে । বৃহস্পতিবার ভোরে শ্রমিকের দেহ বাড়ি পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারের। মৃ*ত শ্রমিকের বাড়ি ইংরেজবাজার থানার শোভনগর অঞ্চলের মোহনপুর গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃ*ত শ্রমিকের নাম শেখ জহিরুল। তিন মাস আগে দিল্লির মিরাটে টাওয়ারের কাজে গিয়েছিলো। গত ১২ ডিসেম্বর কাজ করারে ফেরার পথে ট্রাকটারে ধাক্কা লাগে। আহত হয়, হসপিটালে চিকিৎসা চলাকালীন ২৪ তারিখ মা*রা যাই। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ নিথর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম