*অনলাইনে প্রতারনা করা অভিযুক্ত আটক পুলিশের হাতে*


 *অনলাইনে প্রতারনা করা অভিযুক্ত আটক পুলিশের হাতে* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা। কেদারনাথ  হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়ার নাম্বারে যোগাযোগ করা হলে বুকিং নাম করে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর ,নিউটাউন এর বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধান নগর সাইবার  ক্রাইম থানায় ২৮/১০/২৩ তারিখে একটি লিখিত অভিযোগ করেন যে তিনি বাইশ তারিখ একটি ওয়েবসাইট এ একটি নাম্বার পান সেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকোপটারে করে ঘুরতে চান। এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান। সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার একাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপট দেন। অভিযোগ কারি আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পারামর্শ দেন। এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*