স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা ভেঙ্গে পড়েছে চাঙ্গর*


 *স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা ভেঙ্গে পড়েছে চাঙ্গর* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: স্বাধীনতার পূর্বে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ভেঙে পড়েছে চাঙ্গর, জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য পরিষেবা ডাক্তার ও নার্সদের।

।স্বাধীনতার পূর্বে হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র বেহাল ভগ্নদশা, এই   হাসপাতালে যত্রতত্র চাঙড় ভেঙ্গে পড়ছে ।জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা চিকিৎসক ও নার্সদের।

*শতাব্দী প্রাচীর স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ বট বৃক্ষে ঘিরে ধরেছে হাসপাতাল ছাদ রোগী থেকে স্থানীয় বাসিন্দারা ,একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র ১৯১৪ সালে ১৫ বিঘা জমির উপর তৈরি হয়েছিল স্বাস্থ্য। কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্র টা তৈরি হয়েছিল সেখান থেকে একে একে প্রথমে ২, বেড তারপর তারপর ১০, তারপর ২৪ বেড হলেও, ২০১০ সালে ১৫ই আগস্ট বেভের সংখ্যা  কবে দাঁড়ায় ১০। ২৪ ঘন্টা পরিষেবা দিতে একমাত্র এই হাসপাতাল চিকিৎসক থেকে শুরু করে নাসরা বিনামূল্যে ওষুধ পেত প্রান্তিক মানুষরা। এখন বিনা মুল্যে ওষুধ পেলেও, এখন সপ্তাহে চার থেকে পাঁচ দিন খোলা হয় দুঘন্টা করে পরিষেবা পান প্রত্যন্ত সুন্দরবনের মানুষ।  প্রায় ২, লক্ষ মানুষের একমাত্র ভরসা হিঙ্গলগঞ্জ ব্লক-দ্বীপে সানডেল বিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আর হিঙ্গলগঞ্জ  স্বাস্থ্য কেন্দ্র এই দুটি হাসপাতালের উপর নির্ভর করে সুন্দরবনের মানুষের একমাত্র চিকিৎসা  পাওয়ার মূল জায়গা।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম