কাকদ্বীপে সম্পত্তি জেরে দাদার হাতে ভাই খু*ন পরে থানায় আত্মসমর্পণ দাদার*


 *কাকদ্বীপে সম্পত্তি জেরে দাদার হাতে ভাই খু*ন পরে থানায় আত্মসমর্পণ দাদার* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা:দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালিনগর এলাকায় দাদার হাতে খু*ন হল ভাই সম্পত্তি জেরে এই ফোন বলে অভিযোগ মৃ*তের পরিবারের মৃ*তের নাম মোহনলাল দাস,  আত্মসমর্পণকারী দাদা হলেন মতিলাল দাস। পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়। বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন ইট দিয়ে ছোট ভাই মোহন লাল দাসের মাথায় আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলাল দাস কে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন অভিযুক্ত তারপরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে এলাকায় চরম উত্তেজনা পুলিশ তদন্ত শুরু করেছেন। মৃ*তদেহকে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম