*কেমন যাবে আবহাওয়া?*


 *কেমন যাবে আবহাওয়া?* 

খবর দিনভোর

কলকাতা:

 এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য তেমন কোন ওয়েদার সিস্টেম নেই। বৃষ্টিপাতেরও তেমন কোন সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না বাধা পাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি চলছে। আগামী এক সপ্তাহ এটাই কন্টিনিউ করবে। এর ফলে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রীর কাছাকাছি ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রী  স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*