রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ ইন্দ্রনীলের


 **রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ ইন্দ্রনীলের* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না, ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন ইন্দ্রনীল। তিনি বলেন রাজ্য সরকার ডিএ-র টাকা খেলা, মেলা, সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার। পাশপাশি তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে সরকারি কর্মীদের ডিএ-র অংক বাবদ যা দেওয়া হয় তার তুলনাতে এই রাজ্য ধারেকাছেও নেই বলেই দাবি করেন। পাশাপাশি তিনি বলেন সরকারি কর্মীরাই সরকারি পরিষেবা চালাচ্ছে, পুলিশ ছাড়া এই সরকার এক পাও চলতে পারবে না। অথচ তাদের প্রাপ্য ডিএ না দিয়ে বিভিন্ন সময়ে তাদের ধমকে, অপমানসূচক কথা বলে দাবিয়ে রাখতে চাইছে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*