*ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ*


 *ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:শান্তিনিকেতনের ঐতিহ্যবাহিত পৌষ মেলা গতকাল শেষ হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই পৌষ মেলা পাঁচ দিনের ছিল অর্থাৎ ২৮শে ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময় অনুযায়ী মেলা শেষ হয়ে গেছে এবার মেলা ভাঙার পালা শুরু হয়ে গেছে আজ থেকে নিয়ম অনুযায়ী। আজকের মধ্যে আশা করা যায় সমস্ত দোকানপাট উঠে যাবে এবং মেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে বিশ্বভারতী কে। আজকে মাইকিং প্রচারের মাধ্যমে সকল দোকানদারের কাছে আবেদন তারা যেন নিজে নিজেও দোকান উঠিয়ে নেন। মেলা দোকানপাট সকাল থেকে শুরু হয়ে গেছে, ভাঙার কাজ সেই ভাঙার কাজ দেখার জন্য পরিদর্শন করলেন বীরভূম জেলার সভাধিপতী কাজল শেখ সহ বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ ও অন্যান্য কাউন্সিলরগণ। বীরভূম জেলা সভাধীপতী কাজল শেখ জানান আমরা সুষ্ঠুভাবে এই মেলাকে প্রশাসনিক সহযোগিতায় পরিচালনা করতে পেরেছি তার জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণাম জানান কারণ তার অনুপ্রেরণায় এই মেলা অনুষ্ঠিত হয়। কাজল শেখ জানান মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন যাতে আগামী দিনেও আমরা এই ভাবে পূর্বপল্লী মাঠে মেলা করতে পারি। তিনি আরো বলেন বোলপুর এলাকায় যেসব ব্যবসায়ীরা আছেন তারা পৌষ মেলা ও বসন্ত উৎসবের আশায় থাকেন  কারণ ব্যবসায়ীদের তাদের রুজি রোজগার নির্ভর করে। কাজল শেখ ফের মন্তব্য করেন আমি খাব না কাউকে খেতে দেব না তিনি এই পৌষ মেলার আয়-ব্যয়ের হিসাব জানিয়ে দেবেন। কাজল শেখ বলেন তিনি যেটা বলেন সেটা করে দেখান।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম