*ঘন কুয়াশায় আচ্ছন্ন আসানসোল*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আসানসোল:ফের কুয়াশার দাপট আসানসোলে।মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে আসানসোল শিল্পাঞ্চল।এই কুয়াশার কারণে রাস্তার দৃশ্য মান্যতা কমে যায়।এরফলে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে আলো জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম