*শিয়ালের দখলে গোটা গ্রাম, ভীত বাসিন্দারা*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মন্তেশ্বর:সন্ধ্যে নামলেই শিয়ালের দখলে গোটা গ্রাম,রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি, হাঁস মুখে নিয়ে চম্পট দেয় শিয়াল এমনকি মানুষকে একা পেয়ে তার ওপর হামলা করতে ছাড়েনা শিয়ালরা,তার আক্রমণে আহত এক ব্যাক্তি, শিয়ালের দাপাদাপির আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী কালনার মন্তেশ্বরের মাঝের গ্রাম,খাদরা,সহ কাইগ্রামের বাসিন্দারা, 

প্রত্যেকদিন সকাল হতেই কোনোদিন মুরগি উধাও,কোনোদিন বা ছাগল অথবা হাঁস, প্রথমে গ্রামবাসীরা ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এই গুলো নিয়ে পালিয়ে যাচ্ছে,যতই শীত পড়েছে ততই এই রহস্য প্রকাশ হয়,শীতের রাতে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি ও হাঁস নিয়ে চম্পট দিচ্ছে শিয়াল,রাস্তা ঘাটে মানুষকে একা পেলেই হামলা চালিয়ে দিচ্ছে শিয়ালের দল,শিয়ালের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যাক্তি,সকালে মুখ ধোয়ার সময় পেছন দিকথেকে শিয়াল হামলা চালায়,ওই ব্যাক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়াল,আহতের চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল,শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন,সন্ধে হতেই শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোচ্ছেন না গ্রামবাসীরা,সম্পূর্ণ সুনসান পথ ঘাট, কবে এই আতঙ্ক কাটবে বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম