*পরীক্ষা কেন্দ্রে থাকছে হিটারের ব্যবস্থা*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং:দার্জিলিং এ শীতের দাপট কমেনি, এর মধ্যেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে হিটার বসানো হবে, এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলতি বছরের আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তবে দার্জিলিংয়ে ঠান্ডার দাপট এখনো কমেনি। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেই জন্য পরীক্ষা কেন্দ্র গুলিতে হিটার বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবারে মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই শুরু হচ্ছে। সময় এগিয়ে আনা হয়েছে, দার্জিলিঙে পরীক্ষার্থীর সংখ্যা চার হাজারের উপরে। পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই জন্য হিটার বসানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু দার্জিলিং নয় কালিম্পং এর পরীক্ষা কেন্দ্র গুলিতেও হিটার বসানো হবে বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*