*একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:ঐতিহ্যের শহর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা ছিল। এদিন কোচবিহারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তত ১৯৮টি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, শিলান্যাস আর্থিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এছাড়াও উক্ত মঞ্চ থেকে ২ লক্ষ ১৪ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক পরিষেবা।
পাশাপাশি, পৃথিবী খ্যাত মহাবীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু একটি মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও, রাজ্যের সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে মোট ৫টি জেলায় ১৯৮টি রাজবংশী বিদ্যালয় এবং ২টি কামতাপুরী বিদ্যালয়ের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। ৭৭৯ জন রাজবংশী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ৪ জন কামতাপুরী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে।
Comments
Post a Comment