*ট্রাক ও টোটোর সংঘর্ষে জখম ৫*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কামালপুর:ধান বোঝাই ট্রাকের এর সাথে টোটো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন ৫।যাদের মধ্যে তিনজন বর্তমানে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে গুরুতর জখম অবস্থায় তাকে কালনা থেকে বর্ধমান স্থানান্তরিত করা হয়। ঘটনাটি নাদনঘাট থানার অন্তর্গত কামালপুর এলাকায় গতকাল রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটে। বর্তমানে শাহিন শেখ,শফিকুল মন্ডল ও শেফালী বিবি কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। গুরুতর জখম অবস্থায় গতকাল রাতে ফরশেদ শেখকে বর্ধমান স্থানান্তরিত করে দেয়া হয়। অপর আহত ভোলা বাগকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম