*১২ কন্যার শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত খরাজ মুখার্জি*


খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:কলকাতা ৭নং ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে ১২ কন্যার শুভ বিবাহ।২৯শে জানুয়ারি বাগবাজার মোড়ে পশ্চিম বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মেয়ে, যারা আর্থিক ভাবে পিছিয়ে এমন ১২ জন কন্যার বিয়ে দিলেন ধুমধাম ভাবে। খাওয়া-দাওয়ার আয়োজন ছিল এবং প্রত্যেক নব দম্পতিকে উপহার সামগ্রি প্রদান করেছেন।প্রত্যেক নব-দম্পতির থ্যালাসেমিয়া টেস্ট করে তবেই বিয়ের আয়োজন করেছেন।  

পৌরপিতা বাপি ঘোষ দীর্ঘ ১৬ বছর যাবত এরকম মহৎ কাজ করে চলেছেন।এছাড়া ও এদিন থ্যালাসেমিয়া শিশুদের হাতে ওষুধ তুলে দিয়েছেন বিভিন্ন সময়ে তাদের রক্তের ব্যবস্থাও করে দেন তিনি। পৌরপিতা বাপি ঘোষ এমন মহৎ কাজের মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেন ।

উপস্থিত ছিলেন সাংসদ ডঃ শান্তুনু সেন,বিধায়ক দেবাশীষ কুমার,মন্ত্রী সুজিত বোস,অভিনেতা খরাজ মুখার্জি, গায়ক কেশব,বিভিন্ন পৌর প্রতিনিধিরা, ডি আশিস, সিটি কেবলের কর্ণধার তিনকরি দত্ত,বিভিন্ন ডাক্তার সহ এলাকাবাসীরা উপস্থিত থেকে এই বিয়ে সম্পূর্ণ হয়েছে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*