রেডিও তরঙ্গের পরিবর্তনের জন্য যোগাযোগের সমস্যা এলাকাবাসীর

  

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: শীতকাল প্রায় শেষ, গরম পড়তে শুরু করেছে সবে। পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এই পরিস্থিতিতে উপকূল এলাকার রেডিও তরঙ্গের পরিবর্তন এসেছে। রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে।

এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই সমস্যা সমাধানে রিপিটার বসিয়ে পরীক্ষা করা হয়েছে। এই রিপিটারের সাহায্যে ৪ টে জেলায় কাজ চলছে, আরও ৬ টি জেলায় পরীক্ষা চালানো হচ্ছে।

এই রিপিটার বসানো হয়েছে পানিহাটি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে। সেখান থেকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে। যা পশ্চিমবঙ্গে প্রথম। এছাড়াও সিগন্যাল এক্সচেঞ্জ করা হয়েছে সিঙ্গেল সাইড ব্যান্ডের মাধ্যমে।
হ্যাম রেডিওর ৬ সদস্যের দলের এই পরীক্ষায় উঠে এসেছে শীতকালে যে সিগন্যাল পাওয়া যাচ্ছিল, সেই তুলনায় এখন অন্য দেশে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে। কারন ঠিকমত সিগন্যাল মিলছে না। কি সমস্যা হচ্ছে সবটাই নোট করেছে হ্যাম রেডিওর সদস্যরা।
সিগন্যাল যাতে আরও ভালো পাওয়া যায় তার জন্য আরও গবেষণা করা দরকার বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কোথায় কি সমস্যা হচ্ছে তা জেনে আগামী দিনে এই বিষয়ের উপর কাজ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*