*মহানন্দা নদী পরিষ্কার কর্মসূচি*


 খবর দিনভোর, সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:অতি আনন্দের সাথে জানাচ্ছি যে সদ্ গুরু মাতা সুদীক্ষাজী মহারাজের আশীর্বাদে আমরা সন্ত নিরংকারী মিশনের ভক্তবৃন্দরা বাবা হরদেব সিং জী মহারাজের ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মেগা সাফাই অভিযানের অংশ রূপে মহানন্দা নদী পরিস্কার করেছি আজ অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ২০২৪।

উক্ত অনুষ্ঠানে শিলিগুড়ি নিকটবর্তী বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিল। সন্ত নিরংকারী মিশন আজ সারা ভারতের ১২০০ স্থানে এই অভিযানের আয়োজন করেছে। শিলিগুড়ি কর্পোরেশন এর বোরো চেয়ারম্যান তথা দু'নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি গার্গী চ্যাটার্জী মহাশয়র সহিত শ্রীমতি শিখা ঘোষ জী ও শ্রী রামভজন মাহাতো জী এবং নিরংকারী মিশরের জোন নাম্বার ৪৭ এর জোনাল ইনচার্জ শ্রী কে.এম. ছেত্রী জী এই অভিযানে উপস্থিত থেকে সকল অংশগ্রহণকারীকে অনুপ্রাণিত করেছেন।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম