ডুয়ার্সে একেবারে পাহাড়ি আমেজ!*
খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ডুয়ার্সে একেবারে পাহাড়ী আমেজ। দুর্দান্ত একটি স্পট নাম রকি আইল্যান্ড । সামসিং থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। ডুয়ার্সের মধ্যে একেবারে পাহাড়ি আমেজ। এখানকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে দেবে । ক্রমে ক্রমে পর্যটকদের কাছে পছন্দের তালিকায় অবস্থান করছে এই স্পট। শীতের সময় তো বটেই গরমকালেও পর্যটকদের ঢল নামে রকে আইল্যান্ডে।আদতে একটি গ্রাম এই রকি আইল্যান্ড। এখানকার মূল আকর্ষণ হলো মূর্তি নদী। পাহাড়ি নদী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।এছাড়া বড় বড় পাথর যেগুলি মূর্তি নদীর মধ্যে রয়েছে। সকালে পাওয়া যাবে কুয়াশার অনুভূতি। প্রাসঙ্গত পাথরগুলি বহু বছর পুরোনো। এক একটা পাথরের আয়তন বিশাল বিশাল। অনেকেই এই বিশালাকার পাথরগুলি দেখতে রকি আইল্যান্ডে পাড়ি দেন।এখানে থাকবার জন্য রয়েছে কয়েকটি হোমস্টে। গরমের সময়ও এখানে শীতের আমেজ পাওয়া যায়।মালবাজার স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন রকি আইল্যান্ডে।
Comments
Post a Comment