*প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম*


 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: বাঙালির বেড়াতে যাবার সেরা ঠিকানা দার্জিলিং। পাহাড়ে যেতে বাঙালির মন ছুটে চলে সব সময়। কিন্তু এই পাহাড় এখন ঘিঞ্জি হয়ে যাচ্ছে পর্যটকদের ভিড় সমাগম প্রতিদিন বাড়ছে। যারা একদিকে যেমন নিরালা পছন্দ করেন অপরদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চান তাদের কাছ থেকে নিঃসন্দেহে সেরা ঠিকানা উত্তরবঙ্গের মহালদিরাম। শিলিগুড়িতে নেমে শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাওয়া যায় এখানে এছাড়া শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকেও যাওয়ার সুবিধা রয়েছে। প্রসঙ্গত প্রথমে যেতে হবে দিলারাম সেখান থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত মহালদিরাম। দিলারাম থেকে মহালদিলারাম যাওয়ার রাস্তা অপূর্ব। মহালদিরামের প্রাকৃতিক সৌন্দর্যের দুর্দান্ত একদিকে যেমন রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার অপূর্ব অনুভূতি অপরদিকে পাইনের জঙ্গল। আর এখান থেকে কিছু দূরেই অবস্থিত সালমান্ডার জঙ্গল। এখানে থাকবার জন্য রয়েছে হোমস্টে, হোমস্টে গুলির সামনের প্রাকৃতিক পরিবেশ অপূর্ব দেখলে হৃদয় ভরে যাবে। রয়েছে পাহাড়ি নদী রিশি খোলা, সব মিলিয়ে কয়েকদিন নিরালায় কাটিয়ে দেওয়ার অন্যতম ঠিকানা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত এই স্থান। যারা নিরিবিলি ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য অন্যতম সেরা ঠিকানা এই স্থান।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*