*ধ্বংসের মুখে বক্রেশ্বরে হিলিয়াম ল্যাবরেটরি*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: এই বিশ্ব বাংলায় অনেক স্মৃতিচিহ্ন রয়েছে। পৃথিবীর এমন এমন অনেক নিদর্শন বা দর্শনার্থীদের দেখার অনেক চিত্রই এখন ধ্বংসের মুখে। আর সেই ধ্বংসের মুখে আরেকটি নাম উঠে এলো সেটি বীরভূমের বক্রেশ্বর এর অতি পুরনো হিলিয়াম ল্যাবটরি। যেহেতু বীরভূমের বক্রেশ্বর ধামকে পুনাথি স্থান মনে করা হয় আর সেখানে এক বড় উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন?? জানা যায় একসময় সারা দেশ তথা বিদেশের মাটিতে রপ্তানি করা হতো হিলিয়াম গ্যাস।। এই হিলিয়াম গ্যাস কিনতে আনুমানিক খরচ পড়ত ৫৫ হাজার কোটি টাকা।। বীরভূমে দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে অগ্নিকুণ্ডের জল থেকেই হিলিয়াম গ্যাস সংগ্রহ করা হতো। হিলিয়াম ল্যাবোটরিকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয় বক্রেশ্বর ডাকবাংলা সংলগ্ন জায়গায় অবস্থিত সংরক্ষিত এলাকাটি। কেন্দ্র সরকারের উদাসীনতার কারণেই আজ ধ্বংসের পথে বীরভূমের বক্রেশ্বরের হিলিয়াম ল্যাবটরি। আরে হিলিয়াম ল্যাব্রটরি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই পথে এগোচ্ছে। এখন সরকারের দিকেই সকলের মুখ কোন কি ব্যবস্থা নেওয়া হবে এই ধ্বংসের মুখে যে ল্যাবটরি বারবার এই নিয়েই উঠছে প্রশ্ন।
Comments
Post a Comment