*ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী সমিতির ডেপুটেশন*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: বর্তমানে জেলার আইনশৃঙ্খলার অবনতি, মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে চুরি,ডাকাতি,ছিনতাই, সারা জেলা জুড়ে মাদকদ্রব্য আমদানি এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক প্রশাসনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট স্মারকলিপি প্রদানে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী থানা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকে ডেপুটেশন দেওয়া হল। তারা তাদের সমস্যার কথা লিখিতভাবে জানিয়ে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন জমা করেন।

 এদিন হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে একত্রিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল দেখিয়ে র‍্যালি করে। এই র‍্যালিটি হরিশ্চন্দ্রপুর ভেতর বাজার হয়ে গোটা হরিশ্চন্দ্রপুর পরিক্রমণ করে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পর্যন্ত যায়। 

 এদিন ডেপুটেশন জমা দেয় বেরিয়ে আসার পর হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবনকে কেডিয়া জানান বর্তমানে জেলার আইনশৃঙ্খলার অবনতি, মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে চুরি,ডাকাতি,ছিনতাই, সারা জেলা জুড়ে মাদকদ্রব্য আমদানি যেভাবে বেড়েই চলেছে তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন ছিল। হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পর্যন্ত আমরা একটি বিক্ষোভ মিছিল করি। তারপর হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের যে দাবি গুলি আছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং উক্ত দাবি গুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*