*গ্রামীন হাসপাতালে চলছে দালাল চক্র, অভিযোগ একাধিক*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: দালাল রাজ অব্যহত মুর্শিদাবাদের বড়ঞা গ্ৰামিন হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেন এর সুব্যস্থা যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে শুধু তাই নয় সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাব গুলিতেও চলছে দালাল রাজ, কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই এই সমস্ত ল্যাব গুলিতে রোগীদের পরিক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকেরাই, হাসপাতালে আউটডোরে বা ইমারজেন্সি যেখানেই হোক রোগী চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে এই সমস্ত ল্যাবের কর্মীরা যারা রোগী পরীক্ষা টাকার বিনিময় করে দিচ্ছে এবং যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে যে কারণে কার্যত বর্তমানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার সাধারণ মানুষদের।
Comments
Post a Comment