*মৃ*ত মহিলার দেহ উদ্ধার নিয়ে বিক্ষোভে তৃণমূল কর্মীরা*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: রবিবার মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃ*তদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ। প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর ১ নং ব্লক তৃণমূলের নেতাকর্মীরা। আজ সকাল ১১ টা নাগাদ রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। মল্লারপুর বাহিনা মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।  তৃণমূল কর্মীদের দাবি মৃ*ত্যু মহিলাটি তৃণমূল কর্মী ছিলেন। তাকে ধ*র্ষণ করে নিশংসভাবে খু*ন করা হয়েছে।

বিজেপিরা চক্রান্ত করে এই খু*ন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা। আরো বলেন যারা এই খু*নের সাথে যুক্ত তারা রাত্রিবেলায় দুষ্কৃতি,আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়া ভাবে এই দুষ্কৃতীরা।মৃ*ত মহিলাটির বাড়ি ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রামের জেলে পাড়ায়, নাম কল্যাণী ধীবর। তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন । পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিলেন কল্যাণী ধীবর। অনেক খোঁজাখুঁজির পরেও কোন খবর মেলেনি। তার পরেই আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে খরাসিনপুর ইটভাটার পাশে থেকে মৃ*ত মহিলাটির দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা, পাশাপাশি দক্ষিণগ্রাম মোরেও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃ*ত মহিলার পরিবারের লোকজন শহ দক্ষিণগ্রামবাসী।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*