*প্রতিবেশী দেশ নেপালে রয়েছে হিন্দুদের অন্যতম ঐতিহ্যশালী পশুপতিনাথ মন্দির*


 খবর দিনভোর,সজল দাশগুপ্ত: এই বছর শিবরাত্রি পড়েছে ৮ই মার্চ। দিন পৃথিবী জুড়ে বিভিন্ন শিব মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য প্রতিবেশী দেশ নেপালের পশুপতিনাথ মন্দির। প্রতিবছর শিবরাত্রির দিন এই মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়ে থাকে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির। দেবাদিদেব মহাদেবের আরেক নাম পশুপতিনাথ আর তাঁর নামে এই মন্দির। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এই পশুপতিনাথ মন্দির দেখবার জন্য সারা বছরই ভিড় করেন। আর শিবরাত্রির দিন বাঁধন ছাড়া ভিড় লক্ষ্য করা যায় পশু-পতিনাথ মন্দিরে। নেপালের প্যাগোডার আকৃতি অর্থাৎ চার কোনা আকৃতি এই মন্দিরের। রয়েছে চারটি দরজা। হিন্দুদের অন্যতম প্রাচীন মন্দির গুলির মধ্যে রয়েছে এই পশুপতিনাথ মন্দির। হিন্দুদের অন্যতম ঐতিহ্যশালী এই মন্দির। মন্দিরটি বাগমতি নদীর তীরে অবস্থিত। প্রতিবছর শিবরাত্রির দিন পশুপতিনাথ মন্দিরে ভক্তদের লাগাম ছাড়া ভিড় লক্ষ্য করা যায়। শিবের মাথায় জল ঢালতে লম্বা লাইন পরে। এছাড়া সারা বছরই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*