দলীয় কর্মীর ওপর হামলা নিয়ে তৃণমূল ও বিজেপির তরজা


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সোনারপুর:শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজার এলাকায় প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলি ৷ সোনারপুরে দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি ৷ রাজ্য জুড়েই তৄণমুলের দুষ্কৄতিরা বিজেপির উপর হামলা চালাচ্ছে বলে তার অভিযোগ ৷ তিনি বলেন স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয় ৷ তারা রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন ৷ স্থানীয় প্রশাসনের এই ভুনিকা সম্পর্কে নির্বাচন কমিশনের তারা দারস্থ হবে বলে জানান তিনি ৷ মানুষের সমর্থন নেই বলেই বিজেপির উপর হামলা চালানো হচ্ছে বলেই তিনি অভিযোগ করেন ৷সোনারপুর বাজার এলাকা থেকে বৈকুন্ঠপুর মোড় পর্যন্ত জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ৷ এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেই জানান তিনি ৷ পাল্টা অনির্বান গাঙ্গুলিকে কটাক্ষ সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলী মৈত্রর ৷ তার অভিযোগ অনির্বান গাঙ্গুলি ভয় পেয়ে নানানরকম অভিযোগ করছে ৷ মানুষের সমর্থন নেই বলে ভয়ে ভুলভাল বকছে বলে পাল্টা কটাক্ষ লাভলীর ৷

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম