মহিলাদের প্রতিবাদের সম্মুখীন সায়নী ঘোষ*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, যাদবপুর: পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মোজে আছে, পৌরসভা কে বারে বারে জানিয়ে কোন কাজ হয়নি, এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোন দলকে ভোট দেবো না সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর রাজপুত পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে বসলেন।মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ জানালেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থা করা হবে। ড্রেন পরিষ্কার করা দেয়া করা হবে। সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গাংগুলি। তিনি জানিয়েছেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ তিনি তা সমর্থন করেন। কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি। তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই। মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম