শ্রীরামপুর সহ শিলিগুড়ি মেতে উঠল রঙের উৎসবে
খবর দিনভোর, সুফল চন্দ ও সজল দাসগুপ্ত:
*শ্রীরামপুর*: আজ গোটা শ্রীরামপুরবাসীরা দোল পূর্ণিমায় মত্ত হয়ে রঙের উৎসব অর্থাৎ বসন্ত উৎসব পালন করল। এই দিন হুগলি জেলার অন্তর্গত এই শ্রীরামপুরের বিভিন্ন প্রান্তে ৮ থেকে ৮০ সমস্ত বয়সী মানুষরা রঙের উৎসবে মেতে উঠলো। এই দিন শ্রীরামপুরের ঐতিহ্যবাহী রাধাবল্লভ মন্দিরেও সাড়ম্বরে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব। সকাল থেকেই শ্রীরামপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব সংগঠন দোলের সংগীত সহকারে প্রভাত ফেরী বের করে।
*শিলিগুড়ি* : বাঙালির বারো মাসের ১৩ পার্বণের অন্যতম পার্বণ এই বসন্ত উৎসব। আজ বিভিন্ন জায়গার মতো শিলিগুড়িও বসন্ত উৎসবের রঙে রঙিন হলো। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সকালে উত্তরবঙ্গের বসন্ত উৎসবের আয়োজন করা হয় অন্য আলোর তরফ থেকে। নাচে গানে কবিতায় মনোরম হয়ে ওঠে এই অনুষ্ঠান। কচিকাঁচাদের নিত্য উপস্থিত সকলের নজর কাড়ে। একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেন সকলে। মনের সমস্ত কালিমা মুছে আনন্দে মেতে ওঠে গোটা শহর। এই দিন আনন্দের দিন মিলনের দিন প্রেমের দিন।
Comments
Post a Comment