মা ও শিশুর র*ক্তাক্ত মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মা ও শিশুর র*ক্তাক্ত মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসি পাড়ায়। শুক্রবার সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় র*ক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও শিশু, তারপর প্রতিবেশীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃ*তদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই ময়না তদন্তের জন্য। প্রতিবেশীদের অনুমান মা ও ছেলেকে খু*ন করা হয়েছে, কি কারণে এই খু*ন সেটি এখনো স্পষ্ট না। তবে এই ঘটনার তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম