হুগলি ও শিলিগুড়ি - তে প্রাক বসন্ত উৎসব উদযাপন


 খবর দিনভোর, সুফল চন্দ ও সজল দাসগুপ্ত: 

*হুগলি, শ্রীরামপুর*:আগামীকাল সমগ্র বঙ্গ জুড়ে পালিত হবে শ্রীকৃষ্ণের দোল উৎসব বা বসন্ত উৎসব। ‌ গোটা বঙ্গই যেন আগামীকাল রঙে আবৃত থাকবে। তবে আজ অর্থাৎ রবিবার বিভিন্ন জায়গায় প্রাক বসন্ত উৎসব পালিত হলো যার মধ্যে হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির স্নান পিড়ির মাঠে বিরাট বসন্ত উৎসবে আয়োজন হয়। মাহেশের কাঠগোলা থেকে শুরু করে জগন্নাথ মন্দির পর্যন্ত রাধা কৃষ্ণের পালকি সহ নগর পরিক্রমার সাথে সাথে শোভাযাত্রা এবং এক বিরাট সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। 


*শিলিগুড়ি*:আগামীকাল থেকে শুরু বসন্ত উৎসব, বসন্ত উৎসবের আনন্দ মেতে উঠবে রাজ্যবাসী। তবে গতকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আগাম বসন্ত উৎসব পালিত হচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে প্রতিবছর মহাসামরহে বিভিন্ন স্থানে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। বিভিন্ন সংস্থাগুলি আয়োজন করে থাকে বসন্ত উৎসবের। বসন্ত জাগ্রত দ্বারে এর পরিচালনায় বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠলো শিলিগুড়ি পুরো নিগমের ৪৪ নম্বর ওয়ার্ড। শিলিগুড়ি পুরো নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।দশরথ পল্লি এলাকায় ঘটা করে আগাম বসন্ত উৎসবের আয়োজন করা হলো। একে অপরকে আবির মাখিয়ে এ উৎসব পালন করলেন সকলে। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি রঞ্জন সরকার, এছাড়া আরো অনেকেই উপস্থিত হয়েছিলেন। বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*