শান্তিনিকেতনে হলো না বসন্ত উৎসব!


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না তাই হতাশা বাইরে থেকে আসা পর্যটকরা। সারা বছর বহু পর্যটক তাকিয়ে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন কিন্তু এবারেও বিফল এবারেও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে। প্রসঙ্গত ২০১৯ সালে শেষ বারে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীতে। তারপর করোনা অতি মারি কারণে বসন্ত উৎসব বন্ধ হয়ে গেছিল। এবারে সকলেই আশা করেছিলেন যে এবার বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে ।কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুর বাসির আবেগ জড়িয়ে আছে। সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো না।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*