'এটা মমতা ব্যানার্জির ভোট নয়' - দাবি কবীর শঙ্কর বোসের


 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী করবেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। আসন্ন লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে শুরু হয়ে গেছে প্রচারকার্য তাই নিয়েই এখন গড়মা গরম রাজনীতি। আজ ছিল দোলোযাত্রা উৎসব এই শুভ দিনেই জগন্নাথ মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। বিজেপি প্রার্থী জানান মানুষ তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারের দিকে, এটা মমতা ব্যানার্জির ভোট নয়, এটা হল বিজেপির ভোট , ভারতকে বিকশিত করার ভোট। তবে এটাই এখন দেখার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনগণ কার ওপর নির্ভরশীল হবে অর্থাৎ কার উপর আস্থা রেখে আবার পার্লামেন্টে পাঠাবে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম