অকাল বৃষ্টির কারণে প্রবল ক্ষতি আলু চাষিদের


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: অকাল বৃষ্টিতে মাথায় হাত আলু চাষীদের। চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গের আকাশ জুড়ে মেঘের ঘনঘাটা। কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে বেশ ভালই। বর্তমানে কৃষকরা ব্যস্ত আলু তোলার কাজে। আর এই সময়ে অকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে চিন্তায় রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার কৃষকদের। এই সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা। ফলে বাজারে আলুর দাম অন্যান্য বছর চৈত্র মাসে যথেষ্ট কম থাকে। এবারে আলুর ফলন খুব ভালো হয়নি। দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় করতে হচ্ছে কৃষকদের। আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। প্রবল বৃষ্টি হলে আলু সহ অন্যান্য শাক সবজি নষ্ট হয়ে যাবে। জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা। শিলাবৃষ্টি হলে আলু চাষের দফারফা। আলুর গায়ে দাগ হয়ে যাবে। এই অসময়ে বৃষ্টি হলে কীভাবে আলুকে রক্ষা করবেন? ভেবেই যেনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা। পঞ্চাশ শতাংশ ক্ষয়ক্ষতি হলে তবুও সামলে নেবেন কিন্তু তার বেশি হলে খরচটুকু উঠবে না। তাই আপাতত সরকারের মুখাপেক্ষী হয়ে রয়েছেন তারা। সরকার যদি কোন সাহায্য করে তবে তারা উপকৃত হবেন।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*