পাহাড়ে বৃষ্টি, ফার্স্ট ফ্লাশ চায়ের জন্য চা পাতা তোলা শুরু চা শ্রমিকদের
খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:দার্জিলিংয়ের চা জগত বিখ্যাত, বিশেষ করে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের কদর গোটা বিশ্বজুড়ে। পাহাড়ের বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পড়তে পাহাড়ের ঢাল বেয়ে চা বাগান গুলিতে নতুন পাতা গজিয়েছে। সবুজে সবুজ হয়ে গেছে চা বাগান গুলি। এক অদ্ভুত নস্টালজিয়া , চারিদিকে শুধু সবুজ। ইতিমধ্যেই চা পাতা তোলার কাজ শুরু করে দিয়েছে চা শ্রমিকরা। মনের আনন্দে গুনগুন করে গান গেয়ে তারা চা পাতা তুলছে। ফার্স্ট ফ্লাশ চায়ের জন্য একটি কুড়ি দুটি পাতা তুলবার কাজ শুরু করে দিয়েছে চা শ্রমিকরা। পাহাড়ের বর্তমান আবহাওয়া অত্যন্ত মনোরম। শীতের তীব্র কামড় নেই, হালকা শীত শীত আমেজ। প্রসঙ্গত এই সময় পর্যটকরা পাহাড়ে ভিড় জমাতে ভালবাসেন। বৃষ্টি হবার কারণে চা বাগানগুলি সবুজ হয়ে গিয়েছে, এরকম অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ পর্যটক মহল। দার্জিলিংয়ের ফার্স্ট ফ্ল্যাস চায়ের আলদা কদর রয়েছে। এইটা বিশ্ব বাণিজ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। বিভিন্ন চা বাগান গুলিতে চা শ্রমিকদের দেখা গেছে খোশ মেজাজে চা পাতা তুলতে।
Comments
Post a Comment