খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর কুলতলী নারায়নতলার গ্রামে তৈরি হচ্ছে মদের দোকান। মদের দোকান বন্ধের দাবিতে বুধবার সকালে রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন গ্রামের মহিলারা। তারা হাতে প্লাইবোর্ড নিয়ে বড় বড় লেখা আছে দিদির দেওয়া লক্ষী ভান্ডারে টাকা মদে হচ্ছে শেষ ।তাই মদের দোকান বন্ধ করতে হবে ।তাই নিয়ে কয়েকশো গ্রামবাসী রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে তাদের সঙ্গে ছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা। প্রায় আধাঘন্টা বেশি সময় ক্যানিং ঝড়খালি চুনোখালি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে বাসন্তী থানার প্রশাসনে আধিকারিকরা এলে গ্রামবাসী সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তারপর গ্রামবাসীরা অবরোধ তোলেন।
Comments
Post a Comment