রাজ্য থেকে জেলা সমস্ত খবর সবার আগে ভিডিও সহ পেয়ে যান খবর দিনভোর পেজে। Get Latest news about state, West Bengal about politics to entertainment and all at one place.
খবর দিনভোর, নিউজ ডেস্ক: সকাল এগারোটা পর্যন্ত কোচবিহারে ৩৩.৬৩%, আলিপুরদুয়ারে 35.20%, জলপাইগুড়িতে 31.94%। এখনও পর্যন্ত প্রথম দফার ভোট পড়েছে সকাল এগারোটা পর্যন্ত অর্থাৎ প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে 33.56%।
*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে। আর্থিক ভাবে সচল হলেও এখনো কাউন্সিলর দের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশন দেওয়া হবে তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র । বাংলা থেকেই বাংলা নিয়ে যদি তিনি বলে থাকেন তাহলে মনে হচ্ছে যে বিজেপি বাংলা কে বদনাম করার চেষ্টা করছে। শুধু বাংলা কে বদনাম করা হচ্ছে। কাজ নেই টি খই ভাত। আমি অপদার্থ তাই রাজনীতিক ভাবে এটা ঘুরানো চেষ্টা করছে বিজেপির। দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক। যদি সবচে বেশি ভুয়া কার্ড উত্তর প্রদেশে থাকে তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে। উনি নিজে কি করছেন এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনীতি আপনি করছেন।
*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: কার্শিয়াং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের মেয়ে দীক্ষা ছেত্রীর বিয়ে। সেজে উঠেছে পাহাড়। কার্শিয়াং এর কমিউনিটি হলে এই হাই প্রোফাইল বিয়ে এদিন অনুষ্ঠিত হয়েছে। হয়েছে সিঁদুর দান পর্ব। সেজে উঠেছে গোটা পাহাড়। মুখ্যমন্ত্রীকে আবারও চেনা ছন্দে দেখা গেল। এই দিন তিনি রিসোর্ট থেকে বেরিয়ে সোজা চলে যান মকাইবাড়ি চা বাগানে। সেখানে গিয়ে চা শ্রমিকদের সাথে গল্প করে রীতিমতো মিশে যান তিনি। এরপর তাঁকে দেখা যায় চা শ্রমিকদের বেশ পড়ে চা বাগান থেকে পাতা তুলতে। চা শ্রমিকরা মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে যায় খুশি। এবারে পাহাড় সফরে মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের কবিতাও শোনান বলে জানা গেছে।
*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবি মান্না_* খবর দিনভোর, সুফল চন্দ ও বিনয় প্রকাশ, হুগলি: মন্ত্রীর গাড়ির সামনে বড়সড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী বেচারাম মান্না ও তাঁর বিধায়ক স্ত্রী ডাঃ করবী মান্না আহতদের মারুতি ভ্যান থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি রবিবারের। মন্ত্রী বলেন, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে ফিরছিলেন। হরিপাল থানা এলাকায় নালিকুল পোস্ট অফিসের সামনে ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে একটি মারুতি গাড়িকে ধাক্কা মারে। তিনি গাড়ি থেকে নেমে দেহরক্ষী ও স্থানীয় লোকজনের সহায়তায় মারুতি ভ্যানের দরজা ভেঙে আহতদের বের করেন। তারকেশ্বরের নচিপুরার বাসিন্দা তরুণ কুমার হাজরা, তারকেশ্বর নচিপুরার বাসিন্দা গীতা শ্রী কুন্ডু এবং তারকেশ্বর পদ্মপুকুরের বাসিন্দা জ্ঞান রঞ্জন মারুতি ভ্যানে যাচ্ছিলেন। চন্দননগরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা। ঠিক তখনই ইট ভর্তি একটি ট্রাক্টর এল। হরিপাল থানা এলাকার নালিকুল পোস্ট অফিসের মোড়ে পেছন থেকে ধাক্কা মারে মারুতি। , মন্ত্রী তার পাইলট ভ্যানে আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার
Comments
Post a Comment