বিধ্বংসী ঝড়ে তছনছ জলপাইগুড়ির কলেজ ক্যাম্পাস


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:টিনের চাল ঝুলছে গাছের ডালে। ইলেকট্রিক পোল দেওয়াল ভেঙ্গে চুরমার। ধ্বংসলীলা র দৃশ্য আজও।জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিধ্বংসী ঝড়ে তছনছ। মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হোস্টেল ও কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম