ত্রিশূলধারী দিলীপ ঘোষ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাংলা বছরের প্রথম দিনেই বাবা বর্ধমানেশ্বর শিবমন্দিরে পুজো দিতে এসে ত্রিশূল হাতে এবার দিলীপ ঘোষ।বাবার ওখান থেকে ত্রিশূল লাভ হল বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ অশুভশক্তির বেরেছে প্রভাব তখনি তিনি ত্রীশূল হাতে তুলে নিয়েছেন,তান্ডব নিত‍্য করেছেন।তারিই প্রেরনায় তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে,স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি গরতে চাই । ত্রিশূল তার প্রতীক।কোনো ভয়ে কি আত্মরক্ষার জন‍্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীলিপ বাবু বলেন আত্মরক্ষা না দেশ রক্ষা।আজকে তো পশ্চিমবঙ্গ দিবস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীলিপ বাবু বলেন টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে,পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানিনা। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন।রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু মাঠে সকালে প্রাতভ্রমনে জান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমন শেষ করে তিনি আলমগঞ্জ মোর পুলিশ ফাঁড়ি এলাকায় চায়ে পে চর্চার সাথে জনসংযোগ করেন।অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন তৃনমূলকে জেতালে আগামী ১লা ডিসেম্বরের মধ‍্যে আগষ্টের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীলিপ ঘোষ বলেন দুবার তিনবার তো জেতালো সবার পকেট ফাঁকা,টাকা পৌঁছচ্ছে,কোথায় পৌঁছচ্ছে সেটা লোকে জেনে গেছে।সেরজন‍্য টিএমসি জিতলে কয়েকটা পরিবার কয়েকটা লোকের সুবিধা হবে,বিজেপি জিতলে সাধারন মানুষের সুবিধা হবে তারা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন।বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী কৃতী আজাদের প্রসঙ্গে দীলিপ বাবু বলেন লোকে ওনাকে দেখছে মজা একবার ঘোরায় চরছেন আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাটছেন,এটা কি ধরনের গনতন্ত্র,উনি দারিয়েছেন না ওনার স্ত্রী দাড়িয়েছেন ভোটে উনি যতো ড্রামা করছেন।তারপর নাচানাচি করে,যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায়না,নেচে লোক জোগার করার চেষ্টা করছেন।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*