ভোটের ময়দানে তৃণমূল ও বিজেপি


 খবর দিনভোর, নিউজ ডেস্ক: কাটোয়ার অগ্রদ্বীপে শতাব্দী প্রাচীন গোপীনাথের মেলায় এসে প্রথা ও পরম্পরা মেনে পুজোর ডালা মাথায় চাপিয়ে সপার্ষদ গোপীনাথ মন্দিরে যান অসীম সরকার। ধর্মস্থানে রাজনীতির কথা না বললেও ভারতের সমস্ত রকম দুর্নীতির অবসান চেয়ে গোপীনাথের পুজো দিলেন পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। পুজো দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ধর্মস্থানে রাজনীতির কথা বলব না তবে গোপীনাথকে বলেছি ভারতের সব দুর্নীতির ধ্বংস হোক। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ছন্দ মিলিয়ে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার কথা বলছিলেন। জেলবন্দী তৃণমূল কংগ্রেসের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের ইঙ্গিত করে ছন্দ মিলিয়ে কবিগানের সুরে অসীম সরকার বলেন, ধর্ম যেন জেগে ওঠে এই কথা বলি/ আমরা যেন সৎপথেই চলি। যখন আমি হাতে পাব ক্ষমতা/ জনগণের সঙ্গে যেন থাকে সমতা। জনগণের টাকা মেরে নিজের টাকা বেড়ে/তারপর যেন না ঢুকি ওই জেল খানার ভিতরে। পুজো শেষে নির্বাচনী পথসভায় অংশ নিতে অসীম বাবু জেলা সম্পাদক সীমা ভট্টাচার্যকে নিয়ে কাটোয়া শহরের দিকে রওনা দেন।


হুগলীর বাঁশবেড়িয়া অঞ্চলে জোরদার প্রচার সারলেন তৃনমৃল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী‌।হুগলীর বাঁশবেড়িয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রাথী অভিনেত্রী রচনা ব‍্যানাজী। হুটখোলা জিপে উঠে বাঁশবেড়িয়ার মাতা হংশেশ্বরী মায়ের মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ যাএা শুরুকরলেন রচনা ব‍্যানাজী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ,চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালির বিধায়ীকা অসীমা পাত্র, শিল্পী চ‍্যাটাজী,বাশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদি‍‍ত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রচনা ব্যানার্জী সাংবাদিকদের জানান।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*