হুগলিতে বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,হুগলী: বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি চন্দননগর ষরসে পাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ কৌশিক শিকারি ও বিজেপি কর্মী শুভঙ্কর দাস তারা দুজনেই চন্দননগর কলুপুকুরের মারুতি সংঘের রামনবমী পূজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিল গতকাল রাতে। কৌশিক শিকারির অভিযোগ তারা যখন দুজনে চুঁচুড়ার বাড়ি ফিরছিল তখন চন্দননগর সরষে পাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয়। অতর্কিত এই তাদেরকে মারধর শুরু করে। তাতেই গুরুতর জখম হয় দুজনে। খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ। এরপরেই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহাকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই দুজন কার চিকিৎসা চলছে। গতকাল মৌখিকভাবে ও পুলিশকে জানানো হলেও আজ তারা লিখিত অভিযোগ দায়ের করবে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম