রাস্তা সংস্কারের দাবি নিয়ে পথ অবরোধ
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বাংলা নববর্ষের প্রথম দিনেই ফের পথ অবরোধ বোলপুরের মকরমপুরে। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে। রবিবার সকালে রাস্তার মধ্যে যে গর্তগুলি রয়েছে সেগুলি সংস্কারের নামে কিন্তু সেখানে দেখা যাচ্ছে খানা-খন্দে মাটি ফেলা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। উল্লেখ্য স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা সম্পূর্ণ ভাবে সংস্কার করতে হবে সেই দাবিতে পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি যতক্ষণ না প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা এসে রাস্তা পরিপূর্ণ ভাবে সংস্কারের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে। বোলপুরের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মকরমপুর হয়ে এই রাস্তা একদিকে সাঁইথিয়া হয়ে রামপুরহাট ও অন্যদিকে লাভপুর হয়ে মুর্শিদাবাদ চলে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় সাতসকালেই অবরোধ হওয়ায় স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় তার ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে যাই। পরে প্রশাসনিক কর্তারা এসে স্থানীয়দের আশ্বাস দিলে তবেই অবরোধ উঠে ।
Comments
Post a Comment