শিলিগুড়ি: ফুলবাড়িতে বিকল্প পানীয় জলের ব্যবস্থা , পরিদর্শনে মেয়র


 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:চলছে তিস্তা ব্যারেজের কাজ। সেজন্য বেশ কিছুদিন শিলিগুড়িতে পানীয় জলের পরিষেবা ব্যাহত থাকতে পারে, এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিল শিলিগুড়ি পুরো নিগম। পাশাপাশি জানানো হয় শিলিগুড়ি পুরো নিগমের বিভিন্ন ওয়ার্ড গুলিতে বিকল্পভাবে পানীয় জলের সরবরাহ করবার ব্যবস্থা করার চেষ্টা করবে শিলিগুড়ি পুরো নিগম।শহরের জলসংকট সমস্যার দ্রুত সমাধান করতে, গজলডোবার তিস্তার বাঁধ সংস্কারে কাজ চলছে জোর কদমে। এদিন সকালে সরজমিনে পরিদর্শন ও ফুলবাড়িতে পানীয় জলের বিকল্প ব্যবস্থা - তৈরির কাজ ও ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বর্তমান জলস্তর পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র মেয়র গৌতম দেব। তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ আরো অন্যান্য আধিকারিকরা।

      মেয়র গৌতম দেব জানান সমস্ত কাজ দ্রুততা ও তৎপরতার সঙ্গে চলছে। পাশাপাশি তিনি আরো জানান খুব তাড়াতাড়িই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম